ঢাকা থেকে পাকিস্তানি বাহিনীর ফরিদপুর জেলায় প্রবেশের পথ ছিলো গোয়ালন্দ ঘাট ও নাড়ারটেক চর। পাকিস্তানি বাহিনীর ফরিদপুর জেলায় প্রবেশের পথ নদী পথ হওয়ায় নিয়মিতি পাকিস্তানি সেনারা নদী পথে টহল দিতো। পাকিস্তানি সেনারা নদী পথে টহল দেওয়ার সময় পদ্মার পারে অসংখ্য নিরিহ বাঙ্গালীকে ধরে নির্যাতন করে হত্যা করে পদ্মা নদীতে লাশ ভাসিয়ে দেয়।
Goalanda Ghat and Narartek Char were the entry points of the Pakistani forces to Faridpur district from Dhaka. they used to patrol the channel regularly. While patrolling the river, the Pakistani army captured, tortured, and killed many innocent Bangalis and dumped their bodies in the river.