নাড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের অবস্থান। ১৯৭১ সালে ২রা মে রাজাকার বাহিনীর সহযোগিতায় খান সেনারা পুটিমারী গ্রামে গণহত্যা ও অগ্নিসংযোগ করে। ঐ দিন খান সেনারা মৃত চান শিকদারের পুত্র আলেক শিকদার কে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। তার পর রাজ্জাক শেখ কে পুটিমারী বাজারের উত্তর পাশের তিল বাগানে ও পতন বিবি কে তাহার বাড়ির উত্তর পাশে বাগানের ভিতর গুলি করে হত্যা করে। খান সেনাদের গুলিতে আহত হয় খোকা মোল্ল্যা। পরবর্তীতে তিনি চিকিৎসার অভাবে মারা যান।
***
Putimari village is located in Khasial Union. Pakistani Military Force, with the help of local Razakars, attacked Putimari village on May 2, 1971. They perpetrated massacre and set fire to the house of this village. They killed Alek Shikder (Son of Chan Shikder), Razzak Sheikh, and Patan Bibi of this village. Khoka Molla was injured, who later died due to this injury.