বিভিন্ন জায়গা থেকে রাজাকাররা মানুষদের ধরে নিয়ে আসতো। এখানে নারীদেরকেও নির্যাতন করা হতো। হাতবাশ গ্রামের মান্দার মোড়লের জামাতা নওশের ও তার ছেলে রাজাকার ছিল। তারা দিনের বেলায় এসে হিন্দুদের ধরে নিয়ে যেত এবং তাদের সুন্দরী মেয়ে ও বৌদের ডাকবাংলাতে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করতো। বড়বিলা গ্রামের ছলি নামক ব্যক্তির বৌকে ডাকবাংলায় চার মাস আটকে রেখে পাকসেনারা পাশবিক নির্যাতন করে। এছাড়া পূর্বে উল্লেখিত মাগুরা ইউনিয়নের ঝুনু বাবু ও তার পনের জন সঙ্গীকে ক্যাম্পে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানে লবণ মাখিয়ে নির্যাতন করে হত্যা করে।
Razakars used to abduct people from different places. Women were also tortured here. The Razakars used to abduct the people from Hindu community, especially women, and tortured them in the Dakbungalow. The wife of Choli from Barobila village had been tortured inhumanly by the Pakistani army for 4 months there. Also, Jhunu Babu of Magura and his 15 companions were taken to the camp, picked with bayonet and rubbed with salt on the wound then killed.