পাটকেলঘাটা ব্রিজের পাশে খানসেনাদের ঘাঁটি ছিল। আর গ্রামে ছিল তাদের গোয়েন্দাবাহিনী রাজাকাররা। কখন কে যুদ্ধে যাচ্ছে এই খবর তাদের কানে পৌঁছালে পাটকেলঘাটায় তাদের ধরে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তাদের হত্যা করা হতো। চাঁদকাটী গ্রামের করিম গাজীকে এভাবে মারা হয়। তাছাড়া মাগুরা গ্রামের অজয় রায় চেীধুরী ওরফে ঝুনু বাবু ও তার ১৫জন সঙ্গী ভারতে ট্রেনিং এর জন্য যাচ্ছিল। বাড়ী থেকে বের হওয়ার পর ইসলামকাটি পৌঁছানো মাত্র রাজাকারদের আল শামস বাহিনীর হাতে ধরা পড়ে। তাদের সবাইকে পাটকেলঘাটা ডাকবাংলায় নিয়ে আসা হয়। এখানে তাদের নির্মমভাবে হত্যা করা হয়।
The Pakistani camp was set up beside the Patkelghata Bridge. Razakars were the informer of the Pakistani Army, they used to inform Army about peole who was going to the Liberation War. After being informed, Pakistani Army used to abduct them camp at Patkelghata and killed there. This is how Karim Gazi of Chandkati village was killed. Besides, Ajay Roy Chowdhuri (Jhunu Babu) of Magura and his 15 companions were going to India for training. They were being captured by Al-Shams Bahini and Razakar force just after reaching Islamkati. All of them were taken to Patkelghata Dakbungalow. Then they are brutally killed here.