১৯৭১ সালের ১২ এপ্রিল যখন পাকিস্তানি সৈন্য পাকশীতে হামলা করে তখন তাদের সহায়তা করেছিলো এই বিহারিরা। পাকশি রেল কলোনি হামলায় ঐ দিন প্রায় ১৫ থেকে ২০ জন শহিদ হন। এদিনের এই অবস্থা এতই ভয়াবহ ছিলো যে তাদের লাশ দাফন করার কোন লোক ছিলো না। পরে যখন পাকিস্তান বাহিনী চলে যায় তখন সুইপার কলোনির সুইপাররা পানির ট্যাংকির নিচে লাশগুলো পুতে রাখে।