কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে নয়নপুর গ্রামটির অবস্থান। এটি হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। একাত্তরের ২রা মে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি খান সেনারা নয়নপুর গ্রামে গণহত্যা, নির্যাতন ও অগ্নি সংযোগ করে। পাকিস্তানি হানাদারদের গুলিতে জুড়ন চন্দ্র দাস, দেবগোপাল দাস, ফটিক চন্দ্র দাস, পরিমল কান্তি দাস, মনোরঞ্জন দাস, মৃত বিহারীলাল দাসের স্ত্রী ও কালিয়া গ্রামের একজন মুসলিম ছেলে (অজ্ঞাত) শহিদ হন।
***
Nayanpur village, a Hindu inhabited area, is located in Joynagar Union of Kalia Upazila. On 2nd May in 1971, with the help of the Razakars, Pakistani army massacred, tortured and set fire to the village. Juran Chandra Das, Devgopal Das, Fatik Chandra Das, Parimal Kanti Das and a Muslim boy (unknown) were killed on that day.