নড়াইল জজকোর্টের পাশেই খেয়াঘাট বধ্যভূমির অবস্থান। এখানে কুখ্যাত রাজাকার ও শান্তি কমিটির চেয়ারম্যান মাওলানা সোলায়মানের নির্দেশে প্রতি রাতে মুক্তিকামী মানুষদের হত্যা করা হতো। মাওলানা সোলায়মান ‘রিলিজ ফর এভার’ লিখে নির্যাতিতদের তালিকায় দাগ দিত এবং তার নির্দেশে তাকে হত্যা করা হতো। এই কুখ্যাত ব্যক্তির দ্বারা মহাকুমার বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতার পক্ষের তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে ধরে এনে পরিকল্পিতভাবে নড়াইল পুরাতন লঞ্চঘাটে (জজ কোর্টের পূর্ব পাশেরনিমগাছওয়ালা ঘাট বলে পরিচিত ছিল) জবাই করে হত্যা করা হয়। শহিদের নাম পরিচয় জানা যায়নি। তার নির্দেশে রাজাকাররা বিভিন্ন এলাকা থেকে যুবতী মেয়েদের ধরে এনে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়া হতো। তাদের নির্যাতনের পর হত্যা করা হতো। হানাদারদের দোসররা মুক্তিযুদ্ধের সপক্ষীয় লোকদের বাড়িঘরে নির্বিচারে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই স্থানকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
***
Kheyaghat Mass killling site is located near Norail Judgecourt. Infamous Razakar and Chairman of Peace Committe, Maolana Solaiman, were the leader of perpetrators. On his direct command, Razakars killed at least three and half thousand people during liberation war. They slaughtered ordinary Bengalis systemically. They used to abduct women from different region, and then kill them after torturing and raping. The houses of the supporters of Liberation war were looted and destroyed.