খানজাহান আলী থানার অন্তর্গত মিরেরডাঙ্গা আর আর এফ কোয়ার্টারের পশ্চিমপাশে যশোর-খুলনা সড়কের পাশে মুক্তিযুদ্ধের সময় নসু খানের ইটভাটা ছিল। একাত্তরে এখানে মর্মান্তিক হত্যাকান্ড সংঘটিত হয়। সবচেয়ে বেদনাবহুল ঘটনাটি ঘটে ২৯ মে ১৯৭১। দিঘলিয়ার দেয়াড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকার বিনিময়ে মুকাররম মেট নামক একজন ব্যক্তির সহযোগিতায় ভারতে পালিয়ে যাওয়ার চুক্তি করে। রওনাও হয়। কিন্তু মুকাররম মেট বিশ্বাসঘাতকতা করে দৌলতপুরে বসবাসরত অবাঙালি ইলিয়াস খানের ছেলে ইসমাইল খানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হাতে তাদের তুলে দেয়। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ১৪ জনকে নির্মমভাবে হত্যা করে । তারা হলেন ১] অধির কুমার দাশ ২] অরবিন্দু কুমার দাস। ৩] দিলীপ কুমার দাস ৪] শেখর কুমার দাস ৫] ঠাকুর পদ দাস ৬] দয়াল কুমার নন্দী ৭] মনোরঞ্জন দাস ৮]কালীপদ দাস ৯] কনেক চন্দ্র দাস ১০] মংগল চন্দ্র দাস ১১] রাজিন্দ্র দাস ১২] হরিপদ দাস ১৩] সঞ্জয় কুমার দাস ১৪] রাধানাথ দাস । এ ছাড়া নারী সদস্যদের ইটের ভাটায় এবং ফরিদপুর জুট বেলিং অ্যান্ড শিপিং কোং লিঃ এর একটি নির্মিতব্য গুদামঘরে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করে।
১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর-এর উদ্যোগে ২০১৭ সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়।
***
One of the most painful incidents took place on May 28, 1971. Hindus of the village Deara of Dighalia Upazila made a contract with a person named Mukarram Mate. The contract was like that, Mukarram will help them to cross the boarder in exchange of money. But, Mukarram betrayed them. He handed them over to the Pakistani military and Bihari. Some of them managed to escape, but 14 of them were killed brutally in this brickfield. The martyrs are - 1] Underworld Daughter 2] Arvindu Kumar Das 3] Dilip Kumar Das 4] Shekhar Kumar Das 5] Thakur Pad Das 6] Daula Kumar Nandi 7] Manoranjan Das 8] Kalipada Das 9] Kanek Chandra Das 10] Mangal Chandra Das 11] Rajindra Das 12] Haripada Das 13] Sanjay Kumar Das 14] Radhanath Das. Women were tortured also.
A memorial has been built in this place on 2017 by ‘1971: genocide-torture Archive and Museum’.