বর্তমানে যশোর নড়াইল সড়কের উত্তর পাশে ঝুমঝুমপুরে যশোর সদর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ শুরুর অল্প কিছুদিন পরে রাজাকার সালাম একটি ক্যাম্প তৈরি করে। ঐ ক্যাম্পে সাধারণ মানুষদের ধরে এনে অকথ্য নির্যাতন করা হতো। তাছাড়া রাতের বেলা নীলগঞ্জ ব্রিজের ওপর এবং নীলগঞ্জ শ্মশানে সাধারণ মানুষদেরকে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেয়া হতো। প্রায় ৭দিনে শতাধিক মানুষকে এই বধ্যভূমিতে হত্যা করা হয়েছে।
***
Razakar Salam set up a camp at Jhumjhumpur in Jessore Sadar Upazila Parishad. Local people were captured and tortured in this camp. People had been killed over Nilganj bridge and on Nilganj crematory. Hundreds of the people were killed in this mass killing filed within 7 days.