৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নের বাজারের পাশে নারিকেলবাড়িয়া হাইস্কুল ভবনটি ছিল রাজাকার ক্যাম্প। এই ক্যাম্পে রাজাকাররা বাঘারপাড়ার বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতাকামী বাঙালি, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও অন্যান্য নিরীহ মানুষদের ধরে এনে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করতো। এই বধ্যভূমিতে প্রায় ২০০ জনকে হত্যা করেছে রাজাকাররা।
***
There was a Razakar camp at the Narikelbaria High School building, next to Narkelbaria Union Market. In this camp, freedom fighters, libertarian Bangalis and other innocent people were taken from various places then tortured and killed by Razakars. Razakars have killed nearly 200 people in this mass killing site.