নাভারন হাসপাতালে পাকিস্তানি সেনারা ঘাঁটি স্থাপন করেছিল। যশোর-বেনাপোল রোডের দক্ষিণ দিকে কিছুটা এগিয়ে গেলে খুলনা-বেনাপোল রেললাইন অতিক্রম করে নাভারন হাসপাতাল পড়ে। হাসপাতাল এলাকাটি একাত্তরে অনেকটা নির্জন ছিল। এই হাসপাতালের কয়েকটি কক্ষ ছিল পাকিস্তানি সেনাদের টর্চার সেল। প্রায় প্রতিদিন বহু মানুষকে ধরে এনে এখানে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হতো। এলাকার আলবদর ও রাজাকাররা এই কাজে সহযোগিতা করতো। অসংখ্য মানুষকে এখানে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
***
Pakistani Army set up bases at Navaran Hospital. Navaran Hospital is located at a little further south from Jessore-Benapole Road. Some of the rooms in the hospital were used as torture cells of the Pakistani army. Almost every day, many people were taken and tortured here, and then killed. Al-Badr and Razakars of the area assisted them in this heinous crime.