যশোর-বেনাপোল রোডের উত্তরপাশে নাভারন বাজারে বর্তমানে ‘গোলাপবাগ’ বাড়ি এবং এর সংলগ্ন পেছনে নাভারন শান্তিকমিটির অফিস ছিল। শান্তিকমিটির সভাপতি ছিল জিনাতউল্লাহ খাঁ এবং সেক্রেটারি তবিবর রহমান খাঁ (তবি খাঁ)। তবি খাঁর ঐ জায়গায় বেশ কয়েকটি ঘর নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এখানে তবি খাঁর আস্তানায় তার বাহিনীর লোকজনের আনাগোনা ছিল। তবি খাঁ ছিল একাত্তরে ঐ এলাকার মানুষের কাছে এক আতঙ্কের নাম। তার ইচ্ছামত যখন তখন সেখানে হামলা চালানো, যাকে তাকে ধরে এনে নির্যাতন করে তারপর হত্যা করা এসব চলতো। তবি খাঁ এতটাই হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে ভয়ে এলাকার লোক তাকে ‘ছোট খোদা’ বলে ডাকতো। শতশত মানুষকে তার আস্তানায় নিয়ে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। বহু মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার হাতে নির্যাতিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের বাড়িতে ঢুকে সেখান থেকে নারী-শিশু ও বৃদ্ধদের ধরে এনে নির্যাতন করতে এতটুকু কুন্ঠিত হয় নি তারা।
***
There was an office of Navaran Peace Committee, adjacent to the north of Jessore-Benapole Road (Golapbag Bari at present). The president of the Peace Committee was Jinatullah Khan and secretary Tabibar Rahman Khan (Tabi Khan). Some rooms of this place were used as torture centers. Tabi Khan was the name of a terror to the people of that area. He used to torture and kill people whenever he wants. Tabi Khan became so violent and fierce that people in the area called him 'demigod'. Hundreds of people had been killed here.