নাভারন বাজারের যশোর-বেনাপোল রোডের দক্ষিণ পাশে বর্তমানে যেখানে ‘তালেব প্লাজা’ তার ঠিক পেছনে ছিল একটি ক্লাব ঘর। বর্তমান শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জুর এই ক্লাব ঘরটি রাজাকার ও শান্তিকমিটির সদস্যরা দখল করে সেটি নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। এই ছোট্ট ঘরটির মধ্যে মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের সহযোগী ও তাদের আত্মীয় স্বজনকে ধরে এনে এই ঘরে আটকে রাখা হতো। অনেককেহত্যা করে নাভারন বাজারের উত্তরপাশ দিয়ে প্রবাহিত বেতনা নদীতে লাশ ফেলে দেয়া হতো। স্থানীয় মানুষ ঐ ক্লাবঘরকে বলতো তবি খাঁর জেলখানা।
***
On the south side of Jessore-Benapole Road in Navaran Bazaar where ‘Taleb Plaza’ is situated currently, there was a clubhouse next to the ‘Taleb Plaza’. The clubhouse was used as torture center by the members of Razakars and Peace Committee. The collaborators used to imprison freedom fighters, political activist, relatives and friends of freedom fighters. Many of them were exterminated here, and the corpses were thrown in the river. Local people used to call the club as ‘prison of Tabi Kh’