নাজিরপুর বাবুরবাগান গণকবর, পাবনা
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের নাজিরপুর বাবুর বাগান (স্থানীয়ভাবে লিচু বাগান হিসেবে পরিচিত)। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাবনার শান্তি কমিটির সদস্য, রাজাকার, আলবদরদের পরোক্ষ ও প্রত্যক্ষ ইঙ্গিতে পাকিস্তান হানাদার বাহিনী ওই বাগানে গর্ত করে পাবনার মহররমসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীকে গুলি করে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় গ্রামবাসী ওই বাগানের কয়েকটি স্থানে তাদের মাটি চাপা দিয়ে গণকবর দেয়।
Nazirpur Babur Bagan (locally known as Lichu Bagan or Litchi orchard) in Dapunia Union of Pabna Sadar Upazila. In 1971, at the direct and indirect instigation of the Pabna Peace Committee members, Razakars and Al-Badr, the Pakistani aggressors killed many freedom fighters and villagers, including Muharram, and put them in the garden. Later, the local villagers buried their bodies in several places in the garden.