পাবনা জেলার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের একটা গ্রাম হলো নাজিরপুর গ্রাম। ১৯৭১ সালের ১ ডিসেম্বর মতান্তরে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এক মর্মান্তিক গণহত্যা সংগঠিত করে। এই নাজিরপুর গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ৬১ জনকে ধরে আনে নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তাদের অপরাধ ছিলো মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা। অতঃপর, তাদেরকে দাঁড় করিয়ে একে একে গুলি করে হত্যা করা হয়।
***
Nazirpur is a village of Hemayetpur Union of Pabna Zilla Sadar. On 1st December (some says 14th December), the Pakistani army perpetrated a tragic genocide. They had abducted 61 people from the Nazirpur village and gathered them Primary school field. Their 'crime' was to assist the freedom fighters. They were all killed brutally that day.