নওয়াপাড়া গ্রামে ঢুকে রাজাকার বাহিনী এলোপাতাড়ি গুলি ছুঁড়ে নির্মমভাবে একবাড়ির অন্তত ৫ জনকে হত্যা করে। স্থানীয় লোকজন মৃতদেহগুলো এনে তাদের বাড়ির পাশে একস্থানে কবর খুঁড়ে সেখানে পাঁচজনকে সমাহিত করেন। পরবর্তীকালে গণকবরকে পাকা করা হয়েছে এবং নামফলক দেয়া হয়েছে।
***
The Razakar forces had killed brutally at least 5 people of a single house in Nayapara. Local people brought the bodies and buried them in a grave near their house. Later, the mass grave was preserved and given the plaque.