খুলনা নিউজপ্রিন্ট মিলের প্রশাসনিক ভবনটি একাত্তরে যুদ্ধচলাকালীন নিযার্তন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এই মিলের শ্রমিক কমর্চারীর বেশীরভাগ ছিলো অবাঙালি বিহারি। তারা পাকিস্থানি সেনাবাহিনীর সাথে নিরীহ বাঙালিদের ধরে নিয়ে নিযার্তন করতো। নিযাির্তত বাঙালির বেশিরভাগ ছিলো মিলের শ্রমিক। মিলের ভিতরে একটি গণকবর এ সব হত্যাকান্ডের সাক্ষী বহন করে। নিউজপ্রিন্ট মিলের পাশে পাকিস্তানি নৌঘাটি তিতুমীরের নৌবাহিনীর সদস্যরা এই হত্যাকান্ডে জড়িত ছিল।
***
The administrative building of Khulna Newsprint Mall used to be a torture center during Liberation war. Most of the employees and workers were Bihari (non-Bengali) and they used to help the Pakistani army to torture the Bengali people. Most of the victims were local Bengali laborers. A mass graveyard inside the mills testifies the brutal killings of the time.