২৬ মার্চের পরপরই হানাদার বাহিনী প্রথম আক্রমণ শুরু করে শিল্প এলাকার নিউজপ্রিন্ট মিলে। মিল ও মিলের বাইরে তাদের তীব্র প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হতে হয়। তারা নির্বিচারে গণহত্যা শুরু করে। মিলের শ্রমিক কলোনীতে একটি বাঁধানো গণকবর আছে। কিন্তু গণকবরের শহিদদের নাম উদ্ধার করা যায়নি।
এই এলাকায় প্রতিরোধ যুদ্ধে অংশ নেয় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং তার সহযোগী মিলের সুপারভাইজার আলম।আলম যুদ্ধে শহীদ হলেও বেঁচে যায় আঃ সালাম। পাকিস্তানি বাহিনী তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তার সেনহাটি বাড়িতে গিয়ে তার শিশু কন্যা রেহানাকে ১৯৭১ সালে ৩০ এপ্রিল উঠানে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেলে। চার মাসের রেহানার কোন ছবি ছিলো না, তাই পিতা মুক্তিযোদ্ধা আঃ সালাম রেহানার রক্ত মাখা জামাটি রেখে দেয় স্মৃতি হিসেবে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টী আক্কু চৌধুরীর হাতে তুলে দেন সেই রক্ত মাখা জামাটি।
***
After 26th March, the Pakistani Army attacked the Newsprint Mill at Industrial area. They started to kill indiscriminately. There is a mass grave on the Workers Colony of the Mill and but the martyr names are unknown. In defense of Pakistani army, freedom fighter Abdus Salam and his aide Alam fought to save the area.
Alam became martyred but Abdus Salam survived. Out of revenge, the Pakistani Army had killed his baby girl inhumanely at his home of Senhati on 30th April 1971.