খুলনা নিউজপ্রিন্ট মিলে ১৯৭১ সালের ২৭ মার্চ এবং ১২ এপ্রিল গণহত্যা সংঘটিত হয়। এই গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনী ও বিহারিরা যৌথভাবে অংশগ্রহণ করে। খালিশপুর শিল্প এলাকা এবং তাঁর আশেপাশে অবাঙালি বিহারিদের বসবাস ছিলো বেশি। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিহারিরা বাঙালি নিধনে মেতে ওঠে। খালিশপুরে অন্যান্য মিল কলকারখানার মত খালিশপুর নিউজপ্রিন্ট মিলেও তারা ব্যাপক গণহত্যা চালায়। এই গণহত্যায় তারা কম পক্ষে ১০০ জনকে হত্যা করে। এর মধ্যে যাদের নাম জানা যায় তারা হলেন- শহিদ কামাল পাশা মজুমদার, শহিদ আকবর হোসেন, এ এইচ নুরুল আলম, হারুন-অর-রশিদ, আইয়ুব আলী, জাহিদা বেগম, বিবি হাজিরা, জোহরা খাতুন, নাফিজা খাতুন, আব্দুর রকিব, এ কে এম মমিন উদ্দিন ফরাজী, আব্দুস সামাদ ও হাবিব উল্লা।
১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ২০১৭ সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করেছে।
***
The genocide in Khulna Newsprint Mill took place on 27th March and 12 April, 1971. Pakistani military and their associates Bihari jointly participated in the massacres. They killed at least 100 people in these genocides.
A memorial has been built on the spot in 2017 by ‘1971: Genocide-Torture and Liberation War Archive and Museum’