পাবনা জেলার সাঁথিয়া থানা থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গ্রাম ধুলাউড়ি। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে মুক্তিবাহিনীর একটি দল সাঁথিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত রাজাকার ঘাঁটিতে সফল আক্রমণ করে এবং ৯ জন রাজাকারকে হত্যা করার পর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে যায়। পরে ধুলাউরি গ্রামে অবস্থান গ্রহণ করে। ক্রোধে উন্মত্ত পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা তখন থেকেই গণহত্যার পরিকল্পনা করে এবং সুযোগের সন্ধানে থাকে।
ইতোমধ্যে ধুলাউড়ি গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানের তথ্য এই এলাকার স্বাধীনতা বিরোধী কতিপয় ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীর নিকট প্রেরণ করে। পাকিস্তান সেনাবাহিনীর একজন দালাল আসাদ (বেড়া থানার জোড়দহ গ্রামের) পথপ্রদর্শক হিসেবে তাদেরকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের কাছে নিয়ে যায়। রাত আড়াইটার সময় পাকিস্তান সেনাবাহিনীর একটি দল রাজাকারদেরকে সঙ্গে নিয়ে গ্রামের চারদিক ঘিরে ফেলে এবং গুলিবর্ষণ শুরু করে। অতর্কিত এই আক্রমণে গ্রামবাসী ও মুক্তিযোদ্ধারা প্রস্তুত হওয়ার কোনো সুযোগই পাননি। শুরু হয় হত্যা, লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ। মুক্তিযোদ্ধারা যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা করেন কিন্তু সফল হননি।
সাঁথিয়া থানার মুক্তিবাহিনীর প্ল্যাটুন অধিনায়ক রেজাউল করিম জানান, তিনি তার প্ল্যাটুনের মুক্তিযোদ্ধা খবির ও অসংখ্য গ্রামবাসীকে ঘরের মধ্যে আগুনে পুড়ে মরতে দেখেছেন। মুক্তিযোদ্ধাদের অনেকেই পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। মুক্তিযোদ্ধাদেরকে ও অনেক গ্রামবাসীকে রশি দিয়ে বেঁধে ধুলাউড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইছামতি নদীতীরে এনে জবাই করে হত্যা করা হয়। মুক্তিবাহিনীর একটি প্ল্যাটুনের মোট ৩০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১১ জনকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। অবশিষ্ট ১৯ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। শহিদদের দেহ নদীতীরেই পড়ে ছিল। পাকিস্তানি সৈন্যরা স্থান ত্যাগ করার পর এলাকাবাসী সেখানে এসে শহিদদের লাশ দাফন করার ব্যবস্থা করেন। একই গণকবরে সবাইকে সমাহিত করা হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় ১১ জন মুক্তিযোদ্ধা ও ২৫-২৫ জন গ্রামবাসী শহিদ হন।
১৭ শে নভেম্বর রাতে ধুলাউড়ি গ্রামের আবুল কাশেমের বাড়িতে বিবাহের অনুষ্ঠান ছিল। অনেক নারী অতিথিও ছিলেন সেখানে। পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা সেই বাড়িতে প্রবেশ করে লুটপাট ও নারীনির্যাতন করে।
***
Dhulauri is a village 7 km north-west of Santhia thana in Pabna district. On September in 1971, a group of freedom fighters made a successful attack on the Razakar base at Santhia High School and took all of their weapons after killing 9 Razakars. Since then, the Pakistani army and their native allies Razakar planned for genocide and were looking for opportunities.
Meanwhile, some anti- libertarian people informed about the position of the freedom fighters in Dhulawari village to the Pakistan Army. Asad (from Joradoho village of Bera Thana), a Pakistani informer, took them to the freedom fighters. At midnight, a group of Pakistan army surrounded the village with Razakars and started firing. The villagers and freedom fighters had no idea about the wanton attack. The Pakistani army and Razakars started to kill, loot, rape and arson. The freedom fighters tried to resist as much as possible but did not succeed.
Many of the freedom fighters were captured by the Pakistan Army. The freedom fighters and many villagers were tied with rope and brought to Ichamati river bank near Dhulauri Primary School and slaughtered. Out of the total 30 freedom fighters of a platoon, 11 were captured and slaughtered. The remaining 19 were able to escape. The bodies of the martyrs were lying on the bank of the river. After the Pakistani army left the area, local villagers arranged the martyrs to be buried in a mass grave. On that day, 11 freedom fighters and 20-25 villagers were martyred in the attack by the Pakistani invaders.
There was a wedding holding on the night of November 17 at the house of Abul Kashem in Dhulauri village. The Pakistani army and Razakars broke into that house and looted and tortured the women.