শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করা হতো। তবে, ঝিকরগাছা থানা এলাকায় পাকিস্তানি সেনারা তাদের কোনো ঘাঁটিতেই শান্তিতে অবস্থান করতে পারেনি। মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন ঘাঁটিতে পরিকল্পিতভাবে অভিযান চালাতো। সেজন্যে এলাকার সাধারণ মানুষের প্রতি পাকিস্তানি সেনাদের সন্দেহ ও অত্যাচারের মাত্রা ছিল অত্যাধিক। ঝিকরগাছা থেকে ছুটিপুর পর্যন্ত পাকিস্তানি সেনাদের যোগাযোগের জন্য ফোনের তার টানা ছিল। মুক্তিযোদ্ধারা ঝিকরগাছার পাশ্ববর্তী বারাকপুর গ্রামের তেলোব্রিজ থেকে দোশতিনা পর্যন্ত প্রায় ৪ মাইল এলাকার তার একদিনে কেটে নিয়ে যায়। একারণে প্রচন্ড ক্ষোভে পাঞ্জাবি সেনারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঐ এলাকার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় এবং সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন চালায়।
***
The Pakistani army used to torture the freedom fighters and the general people at the base of Doshitina village in Shimulia Union. The freedom fighters used to attack in their different bases in different times. So, the Pakistani army suspected and tortured the general people of the area. One day the freedom fighters took the telephone wire from Telobridge to Doshtina, which was used for the communication of the Pakistani army. Therefore, with great outrage, the Punjabi army burnt down villages after villages and tortured the local peoples.