দুলালমুন্দিয়া বাজার গণহত্যা: ঝিনাইদহ
কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩.২ কিলোমিটার দূরে দুলালমুন্দিয়া বাজার অবস্থিত। এই বাজারে রাজাকাররা একটি ক্যাম্প স্থাপন করেছিল। এলাকার প্রবীন ব্যক্তিরা জানান, একাত্তরের বিভিন্ন সময়ে খান সেনা ও রাজাকারদের হাতে আশেপাশের কয়েকটা গ্রামের বেশ কয়েকজন লোক নিহত হয়েছিলেন। এদের মধ্যে সহর আলী, নিমাই, আজু মিয়া, বাহার আলী, নুনু – এই কয়েকজনের নাম উদ্ধার করা সম্ভব হয়েছে।