দৌলতপুর বহুকাল থেকে ব্যবসাকেন্দ্র হিসেবে বেশ পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে ব্যবসা করতে আসতো। মুক্তিযুদ্ধকালে দৌলতপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পানচাষী বিল্ডিংটি রাজাকাররা তাদের ক্যাম্প হিসেবে ব্যবহার করতো। এই ক্যাম্পে রাজাকাররা পাকিস্তানি মিলিটারির সহযোগিতায় নিরীহ মুক্তিকামী মানুষদের ধরে আনতো। সেখানে তাদের উপর চলতো নির্যাতন। নির্যাতিত লোকগুলোকে রাতে দৌলতপুর বাজার ঘাটে নিয়ে জবাই করে গুলি করে বেওনেট চার্জ করে মেরে ফেলা হতো। এরপর সেগুলো নদীতে ফেলে দেওয়া হতো। জায়গাটা নির্যাতন কেন্দ্র হিসেবে চিহ্নিত করে কোন স্মৃতিফলক স্থাপন করা হয়নি।
***
Daulatpur has long been known as a business centre. People from different parts of the country used to come here to do business. During the wartime, the Panchashi Building, located at the heart of Daulatpur, was used by the Razakars as their camp. In this camp, Pakistani Army, with the help of local Razakars, tortured Bengali people. The victims were taken to the Daulatpur Bazar Ghat at night and killed afterwards.