২৯ জুলাই ১৯৭১ পাকিস্তানি বাহিনী এবং স্থানীয় রাজাকাররা বিএল কলেজের তৎকালীন ছাত্র ও ছাত্র ইউনিয়নের নেতা রওনাকুল ইসলাম বাবর এবং তার ছোট ভাই এস এম জাকিরসহ বেশ কয়েক জনকে হত্যা করে।
পাট ব্যবসায়ী রাজাকার আকবর আলী বিশ্বাস এর নেতৃত্বে রাজাকার বাহিনী তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে হত্যা করে। পরে মহেশ্বরপাশা প্রাইমারি স্কুলের পাশে তাদের দু’ভাইয়ের গলিত লাশ পাওয়া যায়।
***
On July 29, 1971, Pakistani military forces and local razakars killed several people including Rounakul Islam Babor - a Student Union (Chatro Union) leader of BL college of that time - and his younger brother.