দর্শানী গণকবর
২৪ এপ্রিল পাকিস্তানী বাহিনী কাড়াপাড়া-দশানী হয়ে বাগেরহাট শহরে ঢোকার পথে অনেক জায়গায় নির্মম গণহত্যা চালায়। সেইসব গণহত্যার কোনো গণকবর চিহ্নিত না হলেও দশানী মোড়ে সম্প্রতি একটি স্থাপনা নির্মাণ করা হয়, যেটিকে ঐ দিনের গণহত্যার প্রেক্ষিতে গণকবর হিসেবে চিহ্নিত করা যায়।
On 24 April, the Pakistani forces carried out a brutal genocide in many places on their way to Bagerhat town through Karapara-Dashani. Although no mass grave of those genocides has been identified, an establishment was recently constructed at Dashani intersection, which can be identified as mass grave in the context of genocide.