১৯৭১ সালের মে মাসে পাকিস্তানি সেনারা ফুলতলা বাজার ও আশেপাশের এলাকা থেকে নিরীহ নিরপরাধ হিন্দুদের ধরে এনে বর্তমানে ফুলতলা বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের পাশের নিচু জায়গায় চোখ হাত বেঁধে হত্যা করে। এ জঘন্য কাজে স্থানীয় রাজাকাররা সহযোগিতা করেছিল। এখানে কমপক্ষে ৩০ জনকে হত্যা করা হয়। এর মধ্যে যাদের নাম জানা যায় তারা হলেনশিরিশ কান্তি ঘোষাল, তুষার কান্তি ঘোষাল, শম্ভু দাস, মৃণাল কান্তি দে এবং অন্যরা অজ্ঞাত।
***
In the month of May, 1971, Pakistani military abducted innocent Hindus from Fulota Bazar and the neighborhood, and then killed at least 30 of them near the Bazar area. Local Razakars assisted in this atrocious killing.