দৈবজ্যহাটি রাজাকার ক্যাম্প
একটি হিন্দুবাড়ি দখল করে এ রাজাকার ক্যাম্পটি খোলা হয়েছিল। এটি নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। একাত্তররে মানবতাবিরোধীঅপরাধ মামলার অন্যতম আসামী খান আকরাম হোসেন দৈব্যজ্ঞহাটি গ্রামের বিশ্বাস বাড়ির দোতলা ভবন দখল করে রাজাকার ক্যাম্প প্রতিষ্ঠা করেন। ওই ক্যাম্পের কমান্ডার ছিলেন তিনি। এখনো বিশ্বাসদের ওই বাড়িটি আকরাম হোসেনের দখলে রয়েছে।
A Razakar camp was set on a Hindu inhabitant house. It was used as a torture center. In 1971, Khan Akram Hossain, one of the accused in the case of crimes against humanity, established a Razakar camp by captureing the Biswas Bari in Daivajnahati village. He was the commander of that camp. The Biswas house is still in the possession of Akram Hossain.