১৯৭১ সালের ২৫ এপ্রিল রবিবার দাদাপুরে সাপ্তাহিক হাট বসে। আশেপাশের গ্রামগুলো থেকে শত শত লোক কেনা বেচার জন্য হাটে এসেছিলো। হাটে যখন লোক সমাগম ঠিক তখন হাজির হয় যমদূতের ন্যায় পাকিস্তানি বাহিনী। তারা এসময় হাটের পাশে বর্তমান ইটের ভাটার বামপাশে প্রায় ৪০-৫০ জনকে ধরে সারিবদ্ধভাবে দার করিয়ে পাকিস্তানি পশুরা গুলি করে হত্যা করে। এবং ১ জন গুলি লেগে বেচে যায়।