মুক্তিযুদ্ধ চলাকালীন পুরোটা সময় স্থানীয় রাজাকার কমান্ডারনওশেরের নেতৃত্বে এলাকার এবং বাইরের লোকজনদের ধরে এনে থুকড়া স্লুইস গেটের কাছে হত্যা করে লাশগুলো নদীতে ভাসিয়ে দিতো। এই নদীটির সাথে সংযোগ ছিলো ভদ্রা নদীর। ফলে লাশগুলো প্রচুর খরস্রোতা নদীতে ভেসে যেতো। তারপরেও কিছু লাশ আবার জোয়ারের পানিতে ভেসে আসতো। কিছু লাশ স্লুইস গেটের আশেপাশে বেঁধে থাকতো। এলাকার মানুষের ভাষ্যমতে বিভিন্ন সময়ে এ রকম প্রায় দুই শতের অধিক লাশ স্লুইসগেট থেকে ১৫০-২০০ গজ উত্তর পূর্বপাড়ে গর্ত করে পুতে রাখা হয়। বর্তমানে সেখানে বিভিন্ন স্থাপনা হয়ে গেছে। স্থানটিও অচিহ্নিত। গণকবরটি আজো অচিহ্নিত এবং এখানে কোনরকম স্মৃতিফলক নেই।
***
Pakistani army turned the Sluice gate of Thukra into a mass killing site in 1971. Throughout the war-time, the Rajakars killed nearly 5 thousand local villagers of Dumuria and the place nearby. The dead bodies were thrown to the river Bhadra, attached to the cannel. Some of the bodies (around 200) were buried at the north side of Sluice gate. Though it is one of the largest mass killing sites, there is no memorial or monument.