মনিরামপুর উপজেলার মনিরামপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের গৌরদাস বাবুর পরিত্যক্ত বাড়িতে রাজাকাররা ক্যাম্প স্থাপন করে। মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিনপর গৌরদাস বাবু তার পরিবারের লোকজনসহ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেন। তার ফেলে যাওয়া বাড়িটিতে মেহের আলীর নেতৃত্বে রাজাকাররা ক্যাম্প স্থাপন করে। ঐ ক্যাম্পে মেহের আলীর নেতৃত্বে চলতো অত্যাচার, নির্যাতন ও ধর্ষণ। রাজাকার কমাণ্ডার হওয়ার পর মেহের আলী একটি কিলিং স্কোয়াড গঠন করে। অল্পদিনের মধ্যে এলাকায় সে ‘জল্লাদ মেহের’ নামে পরিচিত হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধকালে সে যে কত মানুষকে হত্যা করেছে তার কোন হিসেব নেই। এছাড়া ঐ রাজাকার ক্যাম্পে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করতো মেহের ও তার সাঙ্গপাঙ্গরা। ধর্ষণের পর তাদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার চালিয়ে হত্যা করে লাশগুলো ফেলে দিতো নদীতে।
***
Razakars, under the leadership of Meher Ali, set up a camp at the abandoned house of Gourodas Babu in Tahirpur village of Monirampur union. At the camp, Razakars used to torture, torment, and rape the locals. Meher Ali also formed a Killing Squad, and within a few days, he came to known as 'Jallad Maher' (executioner Maher) in the area. There is no account of the number of people he had killed during the entire war-time. Besides, Meher and his accomplices used to rape, and then killed the local girls.