ত্রিবেনী ইউনিয়ন গণহত্যা:ঝিনাইদহ
পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালাতে চালাতে প্রবেশ করে ত্রিবেণী ইউনিয়নে। আশেপাশের আরো অনেকগুলো গ্রামের মানুষকে হত্যা করা হয়েছিল। যেমন, যাত্রাপথেই তারা জয়ন্তী নগর গ্রামের অনুপ দাসের পুত্র খড়গা দাস এবং শ্রীরামপুর গ্রামের সুনাম আলীর পুত্র মকসেদ আলীকে হত্যা করে ফেলে রেখে যায়। এছাড়াও, নিহত হন হাশেম, কাশেম, মনোহর মণ্ডল, রাশেদ আলী মোল্লাসহ আরো অনেকেই। সুশীল মেম্বার গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন।