ফুলতলা বাজার সংলগ্ন ভৈরব নদীর তীরে তোয়বাড়ির ঘাটে একাত্তরের জুলাই মাসে এ গণহত্যা সংঘটিত হয়। পাশের ধোপাখোলা গ্রাম থেকে ৫ জনকে স্থানীয় রাজাকাররা নকশাল সন্দেহে ফুলতলার সার্কেল অফিস ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে সন্ধ্যা বেলায় তোয়বাড়ির ঘাটে দড়ি দিয়ে বেঁধে নদীর পানিতে অর্ধেক নামিয়ে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে।
***
This genocide occurred on July at Toybari Ghat on Bhairab River, besides Phultala market. Local Razaras captured 5 people in suspicion of being Naxal from Dhopakhola Village and took them to the Circle Office Camp. Then the Razakars took them to the Toybari Ghat and exterminated then.