ঢাকা-মাগুরা রোড স্লুইস গেইট গণহত্যা
ঢাকা-মাগুরা মহাসড়কের নবগঙ্গা নদীর উপরে নির্মিত স্লুইস গেটটি ছিল মানুষ হত্যার নৃশংস হিংশ্রতার নিদর্শন। মুক্তিযুদ্ধের সময় এই স্থানে গাড়ি পারাপারের জন্য ফেরি ছিল। রাজাকার ও আলবদর বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে নিরীহ ও মুক্তিকামী মানুষকে ধরে এনে এখানে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, এভাবে পুরো একাত্তর জুড়েই এই স্লুইস গেইটে অগণিত মানুষকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত তারা। স্বাধীনতার পর এখানে প্রচুর নরকঙ্কাল, হাড়, মাথার খুলি ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।
Dhaka-Magura Road Sluice Gate Genocide
The sluice gate built on the Nabaganga River on the Dhaka-Magura highway was a sign of brutality. Razakars, Al-Badr forces and the Pakistani army captured and killed people from various places in Magura district and dumped them in the river. According to the eyewitnesses, throughout the 1971, they had killed numerous people in this sluice gate. After independence, lot of skeletons and bones were found scattered in this place.