বাঘারপাড়া উপজেলার ৭নং দরাজহাট ইউনিয়নের কড়ইতলা এলাকার ড্যাপার খালের পাশে রাজাকাররা বহু মানুষকে হত্যা করে। রাজাকাররা অন্তত ৫ দিন মুক্তিযুদ্ধের পক্ষের এবং সাধারণ নিরীহ নিরপরাধ মানুষকে ধরে এনে ড্যাপার খালের পাশে হত্যা করে তাদের লাশ পানিতে ভাসিয়ে দেয়। এখানে রাজাকাররা বিভিন্ন সময়ে শতাধিক মানুষকে হত্যা করেছে। অধিকাংশের নাম পরিচয় জানা যায় না। যাদের নাম জানা যায় তারা হলেন, ধুপখালি গ্রামের মোঃ লাল মিয়া, কোরবান আলী, সোহরাবসহ আরো অনেকে।
The Razakars perpetrated many people besides the Dapper Canal in Koraitala area of Darajhat union at Bagharpara Upazila.They had dumped the bodies in the water after killing them. The Razakars had killed hundreds of people in different times. Most of the names remains unknown.