১৯৭১ সালের ১৪ মে শুক্রবার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর স্থানীয় রাজাকারদের সহয়তায় ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের প্রায় ৮০০ নিরীহ মানুষকে হত্যা করে। এই নারকীয় হত্যাকান্ড ‘ডেমরা হত্যাকান্ড নামে পরিচিত’। ১৯৭১ সালের ১২ মে জেলার বিভিন্ন এলাকা থেকে রাজাকারেরা হিন্দু অধ্যুষিত এই এলাকায় এসে স্থানীয় রাজাকারদের সঙ্গে পরিকল্পনা করে। এরপর ১৪ মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা হিন্দু অধ্যুষিত ডেমরা ও পাশের গ্রাম বাউশগাড়ী গ্রামে হামলা চালিয়ে নির্বিচারে গ্রামবাসীদের হত্যা করে গণকবর দেয়। ১৪ মে ডেমরা গণহত্যার অন্যতম নায়ক ছিল মতিউর রহমান নিজামী। দুদিন আগে হিন্দু অধ্যুষিত এলাকায় এসে তিনি পরিকল্পনা করে যান স্থানীয় রাজাকারদের সঙ্গে। ওই এলাকার প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী বলেন, এখানে ৮০০-৯০০ লোককে হত্যা করা হয়েছে। অধিকাংশ মানুষকে মাটি চাপা দেয়া হয়।
***
On Friday 14th May, the Pakistani Military and Razakars killed around 800 innocent people in Demra village of Faridpur upazila. This hellish massacre is known as 'Demra Genocide'.On May 14, with the help of the Razakars, the Pakistani army attacked the Hindu-dominated Demra and the neighboring village Bausghari, and killed the villagers indiscriminately. Motiur Rahman Nizami was one of the masterminds of the Demra Genocide. It is said that, around 800-900 people were killed here.