দামোদর সরদার বাড়ি ও আশে পাশের এলাকা থেকে স্বাধীনতাকামী বাঙালি এবং ইস্টার্ন জুট মিলের বেশ কিছু শ্রমিককে ধরে এনে ডাবুর মাঠের উত্তর পূর্ব পাশে হত্যা করা হয়। এখানে কমপক্ষে ১০ জনকে হত্যা করা হয়।এদের মধ্যে ৩ জনের নাম জানা যায়, তারা হলেন- দামোদর সরদার বাড়ির মকবুল, নওশের ও মুকুল মাস্টার।
***
In 1971, at least 10 people were killed on the north-east of Dabur Math (Field). Most the names remain unknown, only three of them are known. They are – Mokbul, Noasher, Mukul Master.