হানাদার পাকিস্তানি বাহিনির হত্যাযজ্ঞের আরেকটি স্থান ছিলো পাবনার ডিগ্রি কলেজ। এই এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে মাওবাদীরা সক্রিয় ছিল। স্থানীয়দের কাছে এরা 'নকশাল' হিসেবে চিহ্নিত ছিল। পাকিস্তানি সেনাবাহিনী ও এই স্থানীয় মাওবাদীরা গণহত্যার জন্য ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতো। পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে হত্যা করতো, মাওবাদীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করতো। এখানে যে কত মানুষ প্রাণ হারিয়েছেন তার কোনো হিসাব মেলেনি।
***
Pabna Degree College was another place to kill people for the invading Pakistani army. Local Maoist of this area helped Pakistani Army in genocide. Those local maoist are known as 'Naxals' to local people. Pakistani Army and Maoists used different methods in perpetrating genocide. Numerous people were killed and grounded here.