চৌগাছা ডাকবাংলো ছিল এই এলাকারসবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র। একজন মেজরের নেতৃত্বেএখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্পে প্রতিদিন-রাতে চলতো অত্যাচারের স্টীম রোলার। এখানে নির্যাতিত ১৬১ জনের মধ্যে অধিকাংশই ছিল শরণার্থী। শরণার্থী মেয়েদেরকে এখানে কয়েকদিনের জন্য রেখে দেয়া হতো, এবং অকথ্য যৌন চালিয়ে এদের হত্যা করা হতো। একজন প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছিলেন, পাকিস্তানিহানাদার আর তাদের সহযোগী রাজাকার ও বিহারিরাপ্রতিদিন অসংখ্য নারী-পুরুষকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করতো।
***
Chugachha Dak bungalow was one of the most terrified torture centers in the area. There was a camp of Pakistani army under the leadership of a Major.Most of the victims were refugees. The young girls were sexually abused and killed in this camp. According to an eyewitness, Pakistani Army and collaborators Razakar-Bihari brutally tortured and killed countless women and men in the torture center.