স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাবনা শহরের নূরপুর ডাকবাংলো থেকে রাজাকার ও পিস কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুস সুবহানের খবরের ভিত্তিতে ১৯৭১ সালের ২৩ মে আকবর হোসেন আকু, হাসান খাঁ, দুলাল, হায়দার আলী, পুলিশ সিপাহি আল্লা রাখা, মন্টু মিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকসহ ২০ জনকে পাকিস্তানি হানাদারবাহিনী কালো কাপড়ে চোখ ও মুখ বেঁধে নিয়ে যাওয়া হয় টেবুনিয়া ডাল ও তৈল বীজ খামারের শেষ প্রান্তের রাস্তার পাশের একটি জঙ্গলের মধ্যে। পাকবাহিনী নিষ্ঠুর ও নির্মমভাবে ওই ২০ জনকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। ভাগ্যক্রমে বেঁচে যায় পাবনা শহরের আরিফপুর মহল্লার পানের দোকানদার বাদশা মিয়া। সেখানে বর্তমানে শহীদদের গণকবরের স্মৃতি চিহ্ন নেই।