ঝিকরগাছা বাজার থেকে বেনাপোলের দিকে যেতে কপোতাক্ষ নদের উপর ব্রিজের ঠিক আগে বাম পাশে আনজুমানে মোহাজেরিন এর অফিস ছিল। ভারতে বাস্তুহারা মোহাজেরদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটি। মুক্তিযুদ্ধের সময় ঝিকরগাছার এই সংস্থাটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। এই সংস্থার অফিসেই ঝিকরগাছা থানা শান্তি কমিটির অফিস ছিল। এই অফিসে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ডেকে অথবা ধরে এনে নানারকম প্রশ্ন করা হতো তারা মুক্তিযোদ্ধা কিনা, অথবা মুক্তিযোদ্ধাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিনা। কাউকে কাউকে সরাসরি দু একটা প্রশ্ন করে নির্যাতন করা হতো।
***
Anjumane Mohajerin's office was situated near Benapole before the bridge of river Kapotaksha. This organization was founded for the welfare of the Mohajirs. During the Liberation, this organization of Jhikargachha directly opposed the liberation war. Its office was used by the Jikargachha Peace Committee as their own office. In this office, people from different classes and occupations were interrogated about the freedom fighters. Some were interrogated and tortured too.