ঝিকরগাছা বাজারের ভিতরে ছাগল পট্টির কাছে ডাক্তার সুবাস বাবুর বাড়িতে ঝিকরগাছা রাজাকার ক্যাম্প ছিল। সুবাস বাবুর দোতলা বাড়ির নিচতলায় ছিল তাঁর ডাক্তারখানা ও ঔষধের দোকান। আর দোতলায় তিনি সপরিবারে বাস করতেন। মুক্তিযুদ্ধে শুরুর পর অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে তিনি সপরিবারে ভারতে চলে যান। স্থানীয় রাজাকাররা সুবাস বাবুর পরিত্যক্ত বাড়ি দখল করে সেখানেই তাদের ক্যাম্প করে। রাজাকারদের ঐ ক্যাম্পে প্রতিদিন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর চালানো হতো নির্মম অত্যাচার ও নির্যাতন। যশোর রোড দিয়ে যাওয়া শরণার্থীদের ধরে এনে ক্যাম্পে রেখে সর্বস্ব কেড়ে নিয়ে তাদের উপর নির্যাতন চালানো হতো। ঝিকরগাছার মানুষের কাছে এই রাজাকার ক্যাম্পটি ছিল একটি আতঙ্কের জায়গা।
***
Jhikargachha Razakar camp was situated at doctor Subas Babu's house near Sagol Patti in Jhikargachha Bazar. Dr. Subas lived on the 1st floor with his family and his chamber and medical store was in the ground floor. He left with his family in India after the war broke out. Local Razakars took the abandoned house of Subas Babu and camped there. The Razakars carried out brutal torture on the supporter of liberation war. Refugees passing through the Jessore Road were brought in the camps, looted and tortured.