তালা থানার জালালপুর একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। যার পার্শ্বে শ্রীমন্তকাটি গ্রাম। এই গ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক চেয়ারম্যান বি. এ করিমের বাড়ীতে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সম্ভবতঃ ৬ জুন উক্ত গ্রামদ্বয়ের পূর্ব পার্শ্বে প্রবাহিত কপোতাক্ষ নদ দিয়ে পাক বাহিনীর একটি খাদ্য সামগ্রী বোঝাই নৌকা যাচ্ছিল। এমন সময় মুক্তিযোদ্ধারা অতর্কিত উক্ত লঞ্চে হানা দেয় এবং পাকসেনাদের দু’জন দালালকে গুলি করে হত্যা করে। ফলে ৭ জুন কপিলমুনি থেকে রাজাকার ও পাকসেনাদের এক বিশাল বাহিনী ভারী অস্ত্র-শস্ত্রসহ জালালপুর ও শ্রীমন্তকাটি গ্রামে ঢুকে ১২ জন নিরীহ হিন্দু-মুসলিম নর-নারীকে নৃশংসভাবে হত্যা করে। এরপর পাকিস্তানি বাহিনী শ্রীমন্তকাটি গ্রামে গিয়ে মোড়ল বাড়ীর কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং অনেককে অত্যাচার করে।
Jalalpur is a Hindu inhabitant village of Tala Thana. Sreemantakati is another village beside Jalalpur. There was a camp of freedom fighters in the house of B A Karim, one of the organizers of the Liberation War. It is likely that on 6th June, a boat of Pakistani Army, carrying the food items for them, were going through the river Kapotaksha. At that time, the freedom fighters ambushed at the launch and 2 people from Pakistani army were shot dead. As a consequence, a large force of Razakars and Pakistani army from Kapilmuni entered the village of Jalalpur and Sreemantakati with heavy weapons and brutally killed 12 innocent Hindu-Muslim men and women. Afterwards they went to the village of Sreemantakati and set fire to some of the houses and tortured many people.