সাতক্ষীরা-নাভারণ রোডের জামতলা নামক স্থানে রাজাকাররা কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। ৬-৭ জন যুবক মুক্তিযোদ্ধা ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে প্রবেশের পরপরই তাদেরকে সাতক্ষীরা ও কলারোয়া থেকে ধরে এনে জামতলা নামক স্থানে নির্মমভাবে হত্যা করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এই যুবকদের হত্যা করার আগে রাজাকাররা তাদের ওপর অকথ্য নির্যাতন চালায় এবং বেওনেট চার্জ করে। জামতলা বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে সড়কের পাশে গণকবর দেয়া হয়। এই শহিদদের নাম পরিচয় জানা যায়নি।
***
The Razakars killed 6/7 freedom fighters at Jamtala on Satkhira-Navaran road. They were returning from India after having their training. They were captured from Satkhira and Kolaroa and then killed mercilessly in Jamtala. Local witnesses said, Razakars tortured them ruthlessly and charged bayonet. They had been buried in a mass grave besides Jamtala bus stand.