সাতক্ষীরা-নাভারন রোডের পূর্বপাশে একই গর্তে ৬-৭ জনকে মাটি চাপা দিয়ে রাখে। একজন স্থানীয় মানুষ দু’ একদিন পরে ঐ কবরের ওপর একটি বটগাছের চারা লাগিয়ে দেয়। কবরের উপর সেই বটগাছটি আজও আছে এবং বিরাট আকার ধারণ করেছে। কবরটি দীর্ঘদিন পূর্বে পাকা করা হয়েছিল।
***
Around 6/7 people were buried to the east of Satkhira-Navaron Road. Later, local people planted a tree on the grave and today and it has become enormous.