জুবিলি ট্যাঙ্কে বধ্যভূমি, পাবনা
১৯৭১ সালের ২৪ এপ্রিল শনিবার পাকিস্তানি সেনাবাহিনী পাবনা শহরের জুবিলি ট্যাঙ্ক পাড়ায় এক মর্মান্তিক গণহত্যা চালায়। এদিন পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ তোজাম্মেল হোসেন এর বাড়িতে প্রবেশ করে এবং ৭৫ বছর বয়সের বৃদ্ধ তোজাম্মেলকে বিনা কারণে হত্যা করে তাকে ঘরের মধ্যে রেখে আগুন জালিয়ে পুড়িয়ে দেয়। তাঁর জামাতা মোখলেসুর রহমানকেও নৃশংসভাবে গুলি করে হত্যা করে। তারপর পাকিস্তানি হানাদারবাহিনি আনন্দ উল্লাস করতে করতে চলে যায়।
On Saturday 24 April 1971, the Pakistan Army carried out a tragic genocide at Jubilee Tank Para in Pabna. On the same day, they entered the house of innocent Tozammel Hossain and killed 65-year-old Tozammel without any reason, leaving him in the house and setting it on fire. His son-in-law Mokhlesur Rahman was also brutally shot dead. Then the Pakistani invaders left rejoicing.