১৯৭১ সালের ২৪ এপ্রিল শনিবার পাকিস্তানি সেনাবাহিনী পাবনা শহরের জুবিলি ট্যাঙ্ক পাড়ায় এক মর্মান্তিক গণহত্যা চালায়। এদিন পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ তোজাম্মেল হোসেন এর বাড়িতে প্রবেশ করে এবং ৭৫ বছর বয়সের বৃদ্ধ তোজাম্মেলকে বিনা কারণে হত্যা করে।পরে, তাঁর জামাতা মোখলেসুর রহমানকেও নৃশংসভাবে গুলি করে হত্যা করে।
***
On 24th April, the Pakistani army perpetrated a tragic genocide at the Jubilee Tank area in Pabna. On that day, the Pakistani army broke into the house of innocent Tojammel Hossain (75) and killed him. Mokhlesur Rahman, His son-in-law was also brutally killed.