২ মে ভোর ৩টার সময় রাজাকার শাহজাহান মাস্টার, এমদাদ কাজী (ইঙ্গুল কাজী) জৈনক হারুন মেম্বার ও টনিক সেনের ড্রাইভার সহ প্রায় শতাধিক পাকিস্তানি সৈন্য জান্দি গ্রাম আক্রমণ করে গ্রামে প্রায় ৪১ জনের বেশি মানুষকে হত্যা করে। পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পরে পাশ^বর্তী গ্রামবাসি এসে কালী মোহনের বাড়ির পাশে লাশগুলি একত্র করে কবর দিয়ে রাখেন।
At around 3 am on May 2, more than a hundred Pakistani soldiers, including Razakar Shahjahan Master, Emdad Kazi (Ingul Kazi), Harun Member and Tonik Sen's driver attacked Jandi village and killed more than 41 people. After the Pakistani forces left, the villagers buried the bodies near Kali Mohan's house.