জগবন্ধু দত্তের বাড়ি নির্যাতন কেন্দ্র
মাগুরা শহরে সৈয়দ আতর আলী সড়কে অবস্থিত জগবন্ধু দত্তের বাড়িটি ছিল বহুল প্রচারিত রাজাকার আলবদর বাহিনীর প্রধান ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র। এখানে মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিকামী নিরীহ মানুষকে ধরে এনে অমানুষিক নির্যাতন করা হতো। নির্যাতন শেষে কাউকে কাউকে ছেড়ে দিত, কাউকে হত্যা করে নবগঙ্গা নদীতে ভাসিয়ে দিত। যুদ্ধ শেষে রাজাকাররা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর জগবন্ধু দত্তের ভাস্তেরা বাড়ি ফিরে দখল নেয়। তারা এসে দেখে যে, যে ঘরে নির্যাতন সেল বানানো হয়েছিল সেই ঘরের মেঝে, দেয়াল ও ছাদে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এছাড়া চুলের অংশ, নখের অংশ, দাঁতের অংশও দেখতে পেয়েছে।
Jagabandhu Dutta's House Torture Center, Magura
Jagabandhu Dutta's house, located on Syed Atar Ali road in Magura town, was the main camp and torture center of the notorious Razakar Al-Badr forces. The libertarian innocent people were takn and tortured inhumanly. Most of them were killed then floated in the river Nabanga. After the war, the Razakars left the house. Bloodstains on the floor, walls, ceiling and hair, nails, teeth were seen.