জগব্ধু দত্তের বাড়ি নির্যাতন কেন্দ্র, মাগুরা/ Jagabandhu Dutta's House Torture Center, Magura

জগবন্ধু দত্তের বাড়ি নির্যাতন কেন্দ্র 

মাগুরা শহরে সৈয়দ আতর আলী সড়কে অবস্থিত জগবন্ধু দত্তের বাড়িটি ছিল বহুল প্রচারিত রাজাকার আলবদর বাহিনীর প্রধান ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র। এখানে মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিকামী নিরীহ মানুষকে ধরে এনে অমানুষিক নির্যাতন করা হতো। নির্যাতন শেষে কাউকে কাউকে ছেড়ে দিত, কাউকে হত্যা করে নবগঙ্গা নদীতে ভাসিয়ে দিত। যুদ্ধ শেষে রাজাকাররা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর জগবন্ধু দত্তের ভাস্তেরা বাড়ি ফিরে দখল নেয়। তারা এসে দেখে যে, যে ঘরে নির্যাতন সেল বানানো হয়েছিল সেই ঘরের মেঝে, দেয়াল ও ছাদে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এছাড়া চুলের অংশ, নখের অংশ, দাঁতের অংশও দেখতে পেয়েছে। 

 

 Jagabandhu Dutta's House Torture Center, Magura

Jagabandhu Dutta's house, located on Syed Atar Ali road in Magura town, was the main camp and torture center of the notorious Razakar Al-Badr forces. The libertarian innocent people were takn and tortured inhumanly. Most of them were killed then floated in the river Nabanga. After the war, the Razakars left the house. Bloodstains on the floor, walls, ceiling and hair, nails, teeth were seen.

 

 

 

নিকটবর্তী আরও স্থান
  • post-image
    জগব্ধু দত্তের বাড়ি নির্যাতন কেন্দ্র, মাগুরা/ Jagabandhu Dutta's House Torture Center, Magura
    <p>জগবন্ধু দত্তের বাড়ি নির্যাতন কেন্দ্র&nbsp;</p> <p>মাগুরা শহরে সৈয়দ আতর আলী সড়কে অবস্থিত জগবন্ধু দত্তের বাড়িটি ছিল বহুল প্রচারিত রাজাকার আলবদর বাহিনীর প্রধান ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র। এখানে মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিকামী নিরীহ মানুষকে ধরে এনে অমানুষিক নির্যাতন করা হতো। নির্যাতন শেষে কাউকে কাউকে ছেড়ে দিত, কাউকে হত্যা করে নবগঙ্গা নদীতে ভাসিয়ে দিত। যুদ্ধ শেষে রাজাকাররা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর জগবন্ধু দত্তের ভাস্তেরা বাড়ি ফিরে দখল নেয়। তারা এসে দেখে যে, যে ঘরে নির্যাতন সেল বানানো হয়েছিল সেই ঘরের মেঝে, দেয়াল ও ছাদে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এছাড়া চুলের অংশ, নখের অংশ, দাঁতের অংশও দেখতে পেয়েছে।&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;<span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify;">Jagabandhu Dutta's House Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Jagabandhu Dutta's house, located on Syed Atar Ali road in Magura town, was the main camp and torture center of the notorious Razakar Al-Badr forces. The libertarian innocent people were takn and tortured inhumanly. Most of them were killed then floated in the river Nabanga. After the war, the Razakars left the house. Bloodstains on the floor, walls, ceiling and hair, nails, teeth were seen.</span></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
  • post-image
    জেলা পরিষদ বাংলো নির্যাতন কেন্দ্র, মাগুরা/Zilla Parishad Bungalow Torture Center, Magura
    <p>জেলা পরিষদ বাংলো নির্যাতন কেন্দ্র&nbsp;</p> <p>নোমানী মাঠের পাশে জেলা পরিষদ ডাকবাংলো অবস্থিত । ১৯৭১ সালে এই ডাকবাংলোটি ছিল&nbsp;<span style="font-size: 12pt; line-height: 115%; font-family: Calibri, sans-serif;">Sub Divisional Officer (SDO)</span>&nbsp;ওয়ালিউল ইসলামের বাসভবন। ওয়ালিউল ইসলাম তার নিজের বাসভবন সংগ্রাম কমিটিকে অফিস হিসাবে ব্যবহারের অনুমতি দেন। ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী মাগুরা দখলের পর এই বাড়িটিতে ক্যাম্প স্থাপন করে। পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা বিভিন্ন স্থান থেকে নিরীহ মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে অমানুষিক নির্যাতন করতো।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Zilla Parishad Bungalow Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">The District Council Dakbanglow is located next to Nomani field. In 1971, this was the residence of Waliul Islam. Waliul Islam allowed his own residence to make Shangram committee office. The Pakistani army of Magura set up torture camp at this house on April 23. The Pakistani army and Razakars used to take innocent people and freedom fighters from various places and inhumanly tortured them.</span></p>
  • post-image
    পিটিআই ক্যাম্পাস নির্যাতন কেন্দ্র, মাগুরা/PTI Campus Torture Center, Magura
    <p>পিটিআই ক্যাম্পাস নির্যাতন কেন্দ্র&nbsp;</p> <p>১৯৭১ সালে এপ্রিল মাসের দিকে রাজাকার বাহিনী গঠনের পূর্বে পাকিস্তানি সেনারা বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষ ধরে এনে এখানে নির্যাতন করে হত্যা করতো। হত্যার পূর্বে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। টেংরা নামে এক ব্যক্তিকে এখানে ধরে এনে নির্যাতন শেষে হত্যা করেছে। বর্তমানে আওয়ামী লীগের মাগুরা জেলার সভাপতি জনাব তাঞ্জেল আহমেদ ও তার পরিবারের অন্যান্য সদস্যকে ধরে এনে নির্যাতন করে। অন্য যাদের ধরে এনে এখানে নির্যাতন করা হয়েছে তাদের পরিচয় পাওয়া যায় নি।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">PTI Campus Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">During the month of April in 1971, before the formation of the Razakar force, the Pakistani army abducted innocent people from different areas and tortured then killed them here. A man named Tengra was killed here after being tortured. Present Awami League's president of Magura district Mr. Tanjel Ahmed and his other family members captured and tortured here. The identities of the other victims have not been known.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: -12px; top: 64px;">&nbsp;</div>
  • post-image
    পিটিআই ক্যাম্পাস গণহত্যা, মাগুরা/PTI Campus Genocide
    <p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;">পিটিআই ক্যাম্পাস গণহত্যা</p> <p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;">&nbsp;</p> <p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;">মাগুরা দখল করার পর পাকিস্তানি হানাদার বাহিনী পিটিআই ভবনে তাদের ক্যাম্প স্থাপন করে। এখানে তারা সাধারণ মানুষকে ধরে নিয়ে এসে নির্মম নির্যাতন করে হত্যা করতো। তারা এই ক্যাম্পে একসাথে ২৫ জনের বেশি মানুষকে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে কবর দিয়ে রাখে।</p> <p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;">&nbsp;</p> <p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;"><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-indent: -0.25in; font-style: italic;">PTI Campus Genocide</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">After the seizure of Magura, the Pakistani army set up their camp at the PTI building. They killed more than 25 people in this camp and buried together.</span></p>
  • post-image
    পিটিআই ক্যাম্পাস গণকবর, মাগুরা/ PTI Premises Mass Grave, Magura
    <p>পিটিআই ক্যাম্পাস গণকবর</p> <p>মাগুরা শহরে পিটিআই চত্ত্বরে পাকিস্তানি বাহিনী এক সাথে ২৫টি কবর খুঁড়ে মৃতদেহ পুঁতে রাখে। এখানে&nbsp; প্রতিটি কবরে ২জনকে হত্যা করে পুঁতে রাখে।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">PTI Premises Mass Grave&nbsp;</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">The Pakistani army dug 25 graves at PTI premises in Magura city and buried the dead here. In each grave, 2 people are grounded.</span></p>
  • post-image
    নোমানী মাঠ আনসার ক্যাম্প নির্যাতন কেন্দ্র, মাগুরা/Nomani Field Ansar Camp Torture Center, Magura
    <p>নোমানী মাঠ আনসার ক্যাম্প নির্যাতন কেন্দ্র&nbsp;</p> <p>নোমানী মাঠের পাশে আনসার ক্যাম্প অবস্থিত। ১৯৭১ সালে আনসার ক্যাম্পে নিরীহ মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে অমানুষিক নির্যাতন করে হত্যা করে পাশে নবগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া হতো।&nbsp;</p> <p class="MsoListParagraph" style="text-align: justify; text-indent: -.25in; mso-list: l0 level1 lfo1;"><!--[if !supportLists]--><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: 'Times New Roman';"><span style="mso-list: Ignore;">1.<span style="font: 7.0pt 'Times New Roman';">&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</span></span></span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Nomani Field Ansar Camp Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Ansar camp is located next to Nomani field. In 1971, the innocent people and freedom fighters were taken here and were tortured inhumanly. They were killed and floated in the river Nabaganga.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: 9px; top: 59px;">&nbsp;</div>
  • post-image
    দিনান্ত ক্লাবের পেছনের বধ্যভূমি, মাগুরা/The Mass Killing Site behind the Dinanta Club, Magura
    <p>দিনান্ত ক্লাবের পেছনের বধ্যভূমি</p> <p>মাগুরা সদরের দিনান্ত ক্লাবের পেছনে ১৯৭১ সালে পাকিস্তানী সেনা ও রাজাকার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালীদের হত্যা করে ফেলে রাখা হত।</p> <p class="MsoNormal" style="text-align: justify;">&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">The Mass Killing Site behind the Dinanta Club, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">The Pakistani army and the Razakar forces killed many innocent Bangalis behind the Dinaat Club in Magura Sadar in 1971.</span></p>
  • post-image
    মাগুরা শহরে ঢাকা রোড স্লুইস গেট বধ্যভূমি/Dhaka Road Sluice Gate Mass Killing Site, Magura
    <p>মাগুরা শহরে ঢাকা রোড স্লুইস গেট বধ্যভূমি:&nbsp;</p> <p>১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী বিভিন্ন স্থান থেকে অন্তত: ৫০ দিন ব্যাপী মুক্তিকামী নিরীহ বাঙালিকে ধরে এনে নির্যাতন হত্যা করে। জগবন্ধু দত্তের বাড়িতে স্থাপিত নির্যাতন কেন্দ্রে নির্মম নির্যাতন শেষে মাগুরা শহরে ঢাকা রোডে নবগঙ্গা নদীতে নির্মিত স্লুইস গেটের ওপরে এনে হত্যা করে নদীতে ভাসিয়ে দিতো। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসলামী ছাত্র সংঘের স্থানীয় প্রতিনিধি রিজু ও কবির মানুষ হত্যার কাজগুলি করতো। তাদের মানুষ হত্যার পদ্ধতি ছিল নৃশংস নির্মম। মানুষগুলোকে ধরে নিয়ে এসে প্রথমে পিটাতো। পেটানো শেষে আহতদের হাত পা কেটে ভোঁতা ছুরি দিয়ে পুঁচিয়ে পুঁচিয়ে নির্মমভাবে হত্যা করতো। কখনও কখনও ভীত সন্ত্রস্ত্র মানুষগুলোকে স্লুইস গেটের কিনারায় দড়ি বেঁধে ঝুলিয়ে গুলি করে হত্যা করতো।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Dhaka Road Sluice Gate Mass Killing Site, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">In 1971, the Pakistani army and Razakar al-Badr forces captured innocent Bangalis from various places and tortured them for at least 50 days. After being brutally tortured at the torture center of Jagbandhu Dutta's house, they were brought to Magura town on Dhaka Road to be killed and floated in the river. According to he eyewitnesses, Rizu and Kabir, the local representatives of the Islamic Chhatra Sangha were involved with these killing. Their manner of killing people was so brutal and horrific. </span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: -14px; top: 78px;">&nbsp;</div>
  • post-image
    ঢাকা-মাগুরা রোড স্লুইস গেইট গণহত্যা, মাগুরা/Dhaka-Magura Road Sluice Gate Genocide
    <p>ঢাকা-মাগুরা রোড স্লুইস গেইট গণহত্যা&nbsp;&nbsp;</p> <p>ঢাকা-মাগুরা মহাসড়কের নবগঙ্গা নদীর উপরে নির্মিত স্লুইস&nbsp;গেটটি ছিল মানুষ হত্যার নৃশংস হিংশ্রতার নিদর্শন।&nbsp; মুক্তিযুদ্ধের সময় এই স্থানে গাড়ি পারাপারের জন্য ফেরি ছিল। রাজাকার ও আলবদর বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে নিরীহ ও মুক্তিকামী মানুষকে ধরে এনে এখানে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, এভাবে পুরো একাত্তর জুড়েই এই স্লুইস&nbsp;গেইটে অগণিত মানুষকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত তারা। স্বাধীনতার পর এখানে প্রচুর নরকঙ্কাল, হাড়, মাথার খুলি ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।&nbsp;</p> <p>&nbsp;</p> <p><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify; text-indent: -0.25in;">Dhaka-Magura Road Sluice Gate Genocide</span></p> <p><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">The sluice gate built on the Nabaganga River on the Dhaka-Magura highway was a sign of brutal</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: BN;">ity</span><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">. Razakars, Al-Badr forces and the Pakistani army captured and killed people from various places in Magura district and dumped them in the river. According to the eyewitnesses, throughout the 1971, they had killed numerous people in this sluice gate. After independence, lot of skeletons and bones were found scattered in this place.</span></p>
  • post-image
    কাঠেরপুল বধ্যভূমি, মাগুরা/Katherpool Mass Killing Site, Magura
    <p>কাঠেরপুল বধ্যভূমি</p> <p>মাগুরা সদরে সাবেক ইস্পাহানী মাঠ গুদাম, বর্তমান উপজেলা ভূমি অফিসের পাশে নবগঙ্গা নদীর উপরে একটি কাঠের পুল ছিল। ১৯৭১ সালে পাশের আনসার ক্যাম্পে প্রচুর নিরীহ বাঙালীকে নির্যাতন করে হত্যা করে এখানে ভাসিয়ে দেয়া হত।</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Katherpool Mass Killing Site, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">There was a wooden bridge over the Nabaganga River beside the former Ispahani ground warehouse at Magura Sadar, adjoining the present Upazila Land Office. Many innocent Bangalis were tortured and killed here in the Ansar camp in 1971.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: 0px; top: 100px;">&nbsp;</div>