৩০ এপ্রিল সকালে একদল পাকিস্তানি সেনা ফরিদপুরের নগরকান্দা থানার চরযোশহরদী গ্রামে প্রবেশ করে। তাদের সাথে ছিল দেশীয় দোসর ঘুঘু মিয়া, হালিম মুন্সি, টুকু প্রমুখ। চরযোশহরদীর নেপাল সাহার বাড়িতে ফরিদপুর ও ভাঙ্গা থানার অনেক হিন্দু পরিবার আশ্রয় নিয়েছিল।
সকাল ৭ টায় পাকিস্তান সেনারা নেপাল সাহার বাড়ির দিকে অগ্রসর হয়। তখন অনেকেই বাড়ি থেকে পালিয়ে যেতে সমর্থ হলেও অসুস্থ গুরুদাস রায়ের পক্ষে সরে যাওয়া সম্ভব হয়নি। পাকিস্তানি সেনারা তাঁকে ধরে বাড়ির আঙিনায় একটি গাছে বাঁধে। তারপর নির্মম নির্যাতন শেষে মুমূর্ষ গুরুদাস রায়কে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী।
হিন্দুদের আশ্রয় দান ও তাদের ধনস¤পত্তি রাখার দায়ে একই গ্রামের বাবর আলী মাতুব্বরের বাড়িতে লুটপাট করে এবং বাড়িটি পুড়িয়ে দেয়া হয়।
সেদিন চরযোশহরদীতে নেপাল সাহার বাড়ি আক্রমণে ১০-১৫ জনের বেশি শহিদ হয়।
On the morning of April 30, a group of Pakistani soldiers entered the village of Charjoshahardi under Nagarkanda police station in Faridpur. They were accompanied by local allies Ghghu Mia, Halim Munshi, Tuku, and others. Many Hindu families from Faridpur and Vhanga police stations took shelter in Nepal Saha's house in Charjoshahardi.
At 7 am, the Pakistani army advanced towards Nepal Saha's house. Although many were able to flee from their homes sick Gurudas Roy could not. The Pakistani soldiers grabbed and tied him to a tree in the backyard. After the brutal torture, Gurudas Roy was shot dead by the Pakistani aggressors.
The house of Babar Ali Matubbar of the same village was looted and set on fire for sheltering the Hindus and depositing their wealth.
On that day, more than 10-15 people were martyred in the attack on Nepal Saha's house in Charjoshahardi.