যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে হরিহর নদের ধারে চিরনিদ্রায় শায়িত আছেন পাঁচ সূর্য-সৈনিক: তৎকালীন পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা অমিত সম্ভাবনায় যুবক আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু। ১৯৭১ সালের ২৩ অক্টোবর রাতে পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোসর রাজাকার বাহিনী তাঁদেরকে চিনেটোলা বাজারে নির্মম নির্যাতনের পর হত্যা করে।
***
Five young student leaders are lying on the banks of the Harihar River in Chinetola Bazar of Jessore's Manirampur Upazila. They were the leaders of the then East Pakistan Students' Union: Asad, Shanti, Manik, Tejo and Fazlu. On the night of October 23, 1971, the Pakistani Army and the the collaborators Razakar tortured and killed the brutally at Chinetola market.